লাভের আশায় আমদানি কমিয়ে দিয়েছেন পেঁয়াজ ব্যবসায়ীরা

লোকসানের আশঙ্কায় আমদানি কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এ কারণে হিলি স্থলবন্দর দিয়ে আগের তুলনায় পেঁয়াজ আসা কমেছে। আর এর প্রভাব পড়েছে বাজারে। একদিনের ব্যবধানে আমদানি হওয়া পেঁয়াজের দাম বেড়ে পাইকারি ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে আবারও পেঁয়াজের দাম বাড়ায় শঙ্কিত নিন্ম আয়ের মানুষজন ও বন্দরে কিনতে আসা পাইকাররা।

শুক্রবার (১৮ জুন) হিলি স্থলবন্দরের বিভিন্ন আমদানিকারকদের গুদাম ঘুরে দেখা গেছে, বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। একদিন আগে ইন্দোর জাতের পেঁয়াজ ২৬ টাকা কেজি দরে বিক্রি হলেও, তা বেড়ে ২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ২৮ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৯-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ভারতে পেঁয়াজের দাম বেশি হলেও দেশের বাজারে কমদামে বিক্রি করতে হচ্ছে আমদানিকারকদের। আমদানি করে লোকসান হওয়ার কারণে বন্দর দিয়ে বেশি পরিমাণে পেঁয়াজ আনা কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। কয়েকদিন আগেও বন্দর দিয়ে ৩০-৩৫ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। তবে এখন তা কমে ১৫-২০ ট্রাকে দাঁড়িয়েছে। এতে বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কমায় দাম বাড়তে শুরু করেছে।