মিটলো ভারতীয়দের দ্বন্দ্ব, আধাবেলা বন্ধের পর সচল হিলি স্থলবন্দর

হিলি প্রতিনিধিহিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে কাঁচা ও শুকনো পণ্য রফতানি নিয়ে ভারতের ব্যবসায়ীদের মাঝে দ্বন্দ্ব লেগেছে। নিজেদের মধ্যে লাগা দ্বন্দ্বের জেরে সকাল থেকে বাংলাদেশে পণ্য রফতানি বন্ধ রেখেছিলো তারা। ফলে শনিবার (১৯ জুন) হিলি স্থলবন্দর দিয়ে আধাবেলা পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকে। তবে তাদের দ্বন্দ্ব মিটে গেলে দুপুর ২টা থেকে স্বাভাবিক হয় আমদানি-রফতানি কার্যক্রম।

এর আগে আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিলো। তবে সকালে যথারীতি পণ্য খালাস করে ভারতীয় ট্রাকগুলো সে দেশে ফেরত চলে যায়।

ভারতের হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট খোকন সরকার বাংলা ট্রিবিউনকে জানান, নিজেদের মধ্যে একটু সমস্যার কারণে বন্দর দিয়ে সকাল থেকে পণ্য রফতানি বন্ধ ছিলো। পরে বিষয়টি নিয়ে আমাদের অ্যাসোসিয়েশনে ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকে সুরাহা হলে দুপুর পৌনে ২টায় বন্দর দিয়ে পণ্য রফতানি শুরু হয়।

ভারত-বাংলাদেশি ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ভারতে শুকনো পণ্যের ব্যবসায়ীরা বেশ শক্তিশালী, তাদের সেখানে বেশ প্রভাব রয়েছে। শুকনো ও কাঁচা পণ্য বাংলাদেশে রফতানি নিয়ে ভারতীয় কাঁচা ও শুকনো পণ্য ব্যবসায়ীদের মাঝে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের জেরে সকাল থেকে পণ্য রফতানি বন্ধ রেখেছিলো তারা।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকেই বন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি-রফতানি শুরু হয়। কিন্তু আজ সকাল থেকে ভারতীয় ব্যবসায়ীরা তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে পণ্য রফতানি বন্ধ রাখায় সকাল আমদানি-রফতানি বন্ধ ছিলো। পরে দুপুর পৌনে ২টা থেকে তারা পণ্য রফতানি শুরু করলে বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়। যেহেতু আধাবেলা বন্ধ ছিলো সেহেতু বন্দর দিয়ে প্রতিদিনের তুলনায় কম পরিমাণে পণ্য আমদানি-রফতানি হবে।