পেঁয়াজের দাম কমেছে 

কোরবানি ঈদকে ঘিরে প্রতিবছর দেশে পেঁয়াজের দাম বাড়লেও এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে। ঈদকে ঘিরে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় মাত্র একদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে দুই টাকা। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২৮ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন তা কমে ২৮ থেকে ২৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে আগের তুলনায় আমদানির পরিমাণ বেড়েছে। বর্তমানে বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর এই দুই জাতের পেঁয়াজ আসছে। গত ৪-৫দিন ধরে ইন্দোর জাতের পেঁয়াজ ২৮/২৯টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর নাসিক জাতের পেঁয়াজের দাম ৩১ থেকে ৩২ টাকায় উঠেছিল। তবে এখন তা কমে ২৯ থেকে ৩০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, মাত্র দুইদিন পরেই কোরবানির ঈদ। ঈদকে ঘিরে দেশের বাজারে বাড়তি চাহিদা ও ছয়দিন আমদানি রফতানি বন্ধ থাকবে বলে পেঁয়াজ বেশি পরিমাণে আনা হচ্ছে। বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আসছে। ইন্দোর জাতের পেঁয়াজের দাম তুলনামূলক কম হওয়ায় এবং এর বাড়তি চাহিদা থাকায় আমদানি বাড়লেও দাম একইরকম রয়েছে। তবে নাসিক জাতের পেঁয়াজ মূলত রাজধানী ঢাকা চট্টগ্রাম এলাকায় চলে। কিন্তু ওইসব এলাকায় এসব পেঁয়াজের চাহিদা আগের তুলনায় কমে যাওয়ায় আগের মতো সাপ্লাই হচ্ছে না।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। আগে বন্দর দিয়ে ৩০ থেকে ৩৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো। তবে ঈদকে ঘিরে বর্তমানে তা বেড়ে ৪৫ থেকে ৫৫ ট্রাক করে আমদানি হচ্ছে। শনিবার একদিনেই বন্দর দিয়ে ৫৭ ট্রাকে এক হাজার ৬০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগে বৃহস্পতিবার ৪৭ ট্রাকে এসেছে এক হাজার ৩৪১টন পেঁয়াজ।