চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবির সতর্কতা জারি`

সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া ভারতে পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২০ জুলাই) জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, এখানে আমাদের বিজিবির যেসব পোস্ট রয়েছে, সবগুলো এক থেকে দেড়শ গজের মধ্যে। সীমান্ত দিয়ে শুধু চামড়া না, আমরা কোনও ধরনের অবৈধ জিনিস ঢোকা ও যাওয়া অ্যালাউ করছি না। আমরা অতিরিক্ত সতর্ক অবস্থায় রয়েছি, আমাদের বিজিবির পোস্টগুলোর পাশাপাশি টহল বিজিবি কাজ করছে।

তিনি আরও বলেন, এছাড়াও আমাদের তিনটি চেকপোস্ট রয়েছে, এগুলোতে আমরা কন্ট্রোলে রাখছি। তাই চামড়াসহ কোনও কিছু অবৈধভাবে সীমান্ত পার হতে দেবো না। একইসঙ্গে সীমান্তের ওপার থেকেও কোনও অবৈধ জিনিস আনতে দেবো না।