দানের মাংস বেচে মাদক কিনছে ওরা!

দিনাজপুরের হিলিতে কোরবানির ঈদে সাধারণ দরিদ্রদের সঙ্গে ছদ্মবেশে যোগ দিয়েছে মাদকসেবীরাও। ওরা বাড়ি বাড়ি ঘুরে মাংস সংগ্রহ করছে ঠিকই, কিন্তু সেটা নিজেরা না খেয়ে বিক্রির টাকায় কিনছে মাদক। তাদের এ মাংস বিক্রিকে ঘিরে এলাকার মাদক অধ্যুষিত চুড়িপট্টি মোড়ে রীতিমতো হাট বসেছে।

মাদকসবেী লোকমান হোসেন এ প্রতিবেদককে বলেন, ‘আমার বাড়ি পার্বতীপুরে। দীর্ঘদিন ধরে মাদকসেবন করি। হিলিতেই থাকি। এখানে বিভিন্ন মানুষজনের কাছে সাহায্য চেয়ে যা পাই তা দিয়ে হেরোইন কিনি। কোরবানির ঈদে সব বাড়িতেই মাংস দেয়। ফকির-মিসকিনদের সঙ্গে আমরাও বেরিয়েছি। আজ সবমিলিয়ে আড়াই-তিন কেজি পেয়েছি। এখন রাস্তায় বসে আছি ক্রেতার জন্য। একজন সব মাংস ৫শ টাকা বলেছে। কিন্তু দেইনি। আরও কিছু পেলে ছেড়ে দেবো। আমরা অনেক সময় যে বাড়িতে মাদক নিই সে বাড়িতেই মাংস দিই। তবে ওরা খুব ঠকায়। তাই বাইরে বিক্রির চেষ্টা করি। আমার মতো এখানে আরও ১০-১৫ জন মাদকসেবী আছে যারা প্রতিবছর এ কাজ করে।’

লোকমান হোসেন আরও জানালেন, ‘ঈদের কারণে কয়েকদিন বাজারে লোকসমাগম থাকবে না। তার ওপর বন্দর দিয়ে ভারতীয় ট্রাকও আসবে না। সাহায্য পাওয়াও কষ্টকর হবে। এই মাংস বিক্রি করে যা পাওয়া যায় তা দিয়ে দু-তিন দিন চলবে।’

সব টাকায় মাদক কিনে ফেললে খাবে কী? এমন প্রশ্নে বললেন, মানুষের কাছ থেকে চেয়ে একটা কিছু খেয়ে নেবো।

চুড়িপট্টি মোড়ের স্থানীয় এলাকাবাসী সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতি ঈদেই মাদকসেবীরা ভিক্ষুকদের সঙ্গে মিশে বাড়ি বাড়ি মাংস সংগ্রহ করে। এরপর চুড়িপট্টি মোড়ে বিক্রি করে। অনেক নিন্ম আয়ের লোকজন তাদের কাছ থেকে মাংস কেনে। আমি মনে করি এদের দ্রুত পুনর্বাসন ও চিকিৎসা দরকার।’