নীলফামারীর সৈয়দপুরে কঠোর বিধিনিষেধ অমান্য করার দায়ে আতিফ আলতাফ (২৮) নামে এক যুবককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু জরিমানার টাকা পরিশোধ না করেই তিনি গাড়ি নিয়ে পালিয়ে যান। এরপর পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ধাওয়া করে আটক করলে ক্ষিপ্ত হয়ে আতিফ তাকে মারধর করে পোশাক ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৪ জুলাই) সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আতিফ শহরের বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেনের বড় ছেলে।
সৈয়দপুর থানার ওসি জানান, ভ্রাম্যমাণ আদালত অমান্য, পুলিশের গায়ে হাত তোলা ও লকডাউন ভাঙার মতো একাধিক অপরাধ সংঘটিত করেছেন আতিফ। তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বাদী হয়ে রাতেই সৈয়দপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
পুলিশের হাতে আটক আতিফ আলতাফ বর্তমানে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, এর আগে ছেলের বউভাতে কলেজের মাঠ রাজকীয় সাজে সাজিয়ে কোটি টাকা খরচ করে আলোচনায় এসেছিলেন ব্যবসায়ী আলতাফ হোসেন।