রংপুর বিভাগে করোনায় আরও ১৫ মৃত্যু

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন ১৫ জন। একই সময়ে এক হাজার ২৯০টি নমুনা পরীক্ষায় ৩২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (২৪ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. জাকিরুল বলেন, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে চার জনের বাড়ি নীলফামারীতে। এছাড়া রংপুরের এক, পঞ্চগড়ের দুই, কুড়িগ্রামের তিন, ঠাকুরগাঁওয়ের তিন ও দিনাজপুরের দুই জন মারা গেছেন।

এই সময়ে রংপুর বিভাগে এক হাজার ২৯০ জনের নমুনা পরীক্ষায় ৩২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের ১০৪, নীলফামারীর ৫৭, দিনাজপুরের ৪৪, রংপুরের ৩৭, পঞ্চগড়ের ৩০, গাইবান্ধার ২৪, কুড়িগ্রামের ২১ ও লালমনিরহাটের নয় জন রয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ২৭ শতাংশ।

রংপুর বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ১৪ হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষায় তিন হাজার ৩০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছে দুই হাজার ১২৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮২২ জন।

এদিকে রংপুর বিভাগের দুই করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৬টি আইসিইউ বেডের একটি মাত্র বেড খালি রয়েছে। রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০টি আইসিইউ বেডের দুইটিতে ভেন্টিলেটর নেই। ফলে প্রকৃত আইসিইউ বেডের সংখ্যা ৮টি। সেখানে রোগী ভর্তি আছে সাত জন। 

দিনাজপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৬টি বেডের একটিও খালি নেই। রংপুরের করোনা হাসপাতালে ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৩০ বেডে রোগী আছে ১৩৫ জন এবং দিনাজপুরে করোনার রোগী ভর্তি আছে ১৭৫ জন।