টিকা দিতে দেরি হওয়ায় রংপুরে হট্টগোল-ধাক্কাধাক্কি

টিকা দিতে দেরি হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের করোনার টিকাদান কেন্দ্রে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে এক ঘণ্টা টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। বুধবার (০৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের নবনির্মিত ভবনের সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের সামনে সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। কিছুক্ষণের মধ্যে টিকাদান কেন্দ্রের ভেতরে-বাইরে মানুষের দীর্ঘ লাইন লেগে যায়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকা না পেয়ে বিক্ষুব্ধ হন সবাই। একপর্যায়ে হট্টগোল ও ধাক্কাধাক্কি লেগে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টিকা কার্যক্রম বন্ধ ছিল। 

টিকা নিতে আসা শালবন এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, প্রতিদিন নগরীর দেড় হাজার মানুষের জন্য একটি টিকাদান কেন্দ্র করায় এমন সমস্যার সৃষ্টি হয়েছে। এ ছাড়া খুব ছোট জায়গায় টিকাদান কেন্দ্র করা হয়েছে। সেখানে দাঁড়ানোর জায়গা নেই। 

একই কথা জানালেন মুন্সিপাড়া থেকে আসা সহিদুর রহমানসহ অনেকেই। পুরুষের পাশাপাশি নারীদের জন্য দোতলায় টিকা দেওয়ার ব্যবস্থা করা হলেও সেখানে দাঁড়ানোর জায়গা নেই। ফলে অনেক বয়স্ক নারী টিকা নিতে লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, মানুষের টিকা নিতে আগ্রহ বাড়ায় কেন্দ্রে ভিড় বাড়ছে। প্রতিদিন এক হাজার ৪০০ জনকে টিকা দেওয়া হয়। সম্প্রতি এক লাখ ১৬ হাজার টিকা এসেছে। সবাই টিকা পাবে, তবে একটু অপেক্ষা করতে হবে।

সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ বলেন, নগরীর ১০ লাখ মানুষকে এত ছোট পরিসরে টিকা দেওয়া সম্ভব নয়। আরও আটটি টিকাদান কেন্দ্র করার জন্য স্বাস্থ্য বিভাগকে জানিয়েছি। কিন্তু অনুমোদন দেয়নি।