ট্রাক বিকল হয়ে পড়ায় হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ভারতের অভ্যন্তরে বন্দরের প্রধান সড়কে পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অন্যসব কার্যক্রম চালু রয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে বন্দর দিয়ে যথারীতি দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি শুরু হয়। তবে ট্রাকটি বিকল হয়ে পড়ায় বেলা সোয়া ১১টা থেকে বন্দর দিয়ে পণ্যবাহী যানবাহন আসা-যাওয়া বন্ধ হয়ে যায়।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে বন্দর দিয়ে যথারীতি দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য চলছিল। পরে বন্দরের একমাত্র সড়কের চেকপোস্ট গেটের শূন্যরেখার ভারত অংশে একটি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের সময় বিকল হয়ে পড়ে। এতে করে বেলা সোয়া ১১টা থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়।’ 

তিনি আরও বলেন, ‘ট্রাকটি মেরামতের চেষ্টা চলছে। মেরামত সম্পন্ন হলে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে।’