কেজিতে ১০০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম

ভারত থেকে আমদানির পর দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে দেশীয় কাঁচা মরিচের দাম কেজিতে ১০০ টাকা করে কমেছে। এদিকে কাঁচা মরিচের দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্নআয়ের মানুষের মাঝে।

শুক্রবার (২০ আগস্ট) সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, সব দোকানেই পর্যাপ্ত পরিমাণে দেশি কাঁচা মরিচের সরবরাহ রয়েছে। সরবরাহ বাড়ার কারণে দাম আগের তুলনায় কমতির দিকে। এক সপ্তাহ পূর্বে প্রতি কেজি কাঁচা মরিচ ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হয়েছিল। বর্তমানে তা কমে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা কাঁচা মরিচ স্থানীয় বাজারে থাকে না। এগুলো সরাসরি ঢাকায় চলে যাচ্ছে।

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা আশরাফুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছু দিন পূর্বে আমরা কাঁচা মরিচ কিনেছিলাম ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। এর কয়েকদিন পর দাম বেড়ে ১৬০ থেকে ১৭০ টাকা হয়ে যায়। এতে নিম্নআয়ের মানুষ চরম বিপাকের মধ্যে পড়ে। যেখানে এক কেজি কাঁচা মরিচ কিনতাম সেখানে ২৫০ গ্রাম কিনেছি। তবে ভারত থেকে আমদানির পর অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। বর্তমানে আবারও পূর্বের মতো দামে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।’

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা মনতাজ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমতে থাকে। ফলে কাঁচা মরিচের দাম বাড়তে থাকে। এ অবস্থায় দেশে কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণে আনতে আমদানির অনুমতি দেওয়ায় হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। এমন খবরে ব্যবসায়ীরা কিছুটা কম দামে কাঁচা মরিচ ছাড়তে শুরু করেছে, ফলে গত কয়েকদিনের তুলনায় নওগাঁসহ বিভিন্ন মোকামে কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। আমরা এখন যেমন কম দামে কিনতে পারছি, তেমন কম দামে বিক্রি করতে পারছি। দেশীয় কাঁচা মরিচের দাম কেজিতে ১০০ টাকা করে কমেছে।’