‘সন্তান শিক্ষিত হলে দুর্নীতি করতে পারে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মানুষকে রক্ষা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি বলেছেন, ‘করোনার এই মহামারিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ইতোমধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে শিক্ষিত জাতির কোনও বিকল্প নেই। একটি সন্তান শিক্ষিত হলে সে মাদকাসক্ত হতে পারে না। অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতি করতে পারে না। আদর্শ জাতি গড়তে শিক্ষিত জাতির বিকল্প নেই।’

রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে প্রায় ১০ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে সাত তলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ইকবালুর রহিম বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ কোথাও আর অভাব নেই। ২০২১ সালের মধ্যে মধ্যম আয় ও ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ দেশে পরিণত হবে।’

এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, উপ-সহকারী প্রকৌশলী
আব্দুল আউয়ালসহ কলেজের শিক্ষক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরে হুইপ ইকবালুর রহিম ‘দিনাজপুর শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার’ স্থাপনের জন্য দিনাজপুর সরকারি কলেজসহ অন্যান্য এলাকা পরিদর্শন করেন।