হিলিতে পেঁয়াজের কেজিতে ২-৪ টাকা কমেছে

আমদানি বাড়ায় দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে। প্রকারভেদে কেজিতে কমেছে ২-৪ টাকা করে। এদিকে, দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। বর্তমানে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ প্রতিবেশী দেশটি থেকে বাংলাদেশে আসছে। বন্দরে পাইকারিতে (ট্রাকসেল) ইন্দোর জাতের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে প্রকারভেদে ২৭-২৮ টাকা। যা দুই দিন আগে ছিল ৩০-৩১ টাকা। নাসিক জাতের পেঁয়াজের কেজি বর্তমানে ৩০ টাকা, যা বিক্রি হয়েছিল ৩২ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা ইসমাইল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলতি সপ্তাহের প্রথম দিন থেকেই বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি যেমন কম ছিল দামও বাড়তির দিকে ছিল। এতে করে পড়তা না থাকায় লোকসানের আশঙ্কায় পেঁয়াজ কেনা থেকে বিরত ছিলাম। তবে গতকাল থেকে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়ায় দাম কিছুটা কমতে শুরু করেছে। ফলে আবারও পেঁয়াজ মোকামে পাঠানো শুরু করেছি।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোজাম হোসেন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়ায় আমদানি কমিয়ে দিয়েছিলেন আমদানিকারকরা। এর ওপর গত শনিবার ভারত অভ্যন্তরে বন্দরের প্রধান সড়কে পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় সবগুলো পেঁয়াজের ট্রাক দেশে প্রবেশ করতে পারেনি। তবে চাহিদা বাড়ায় বন্দর দিয়ে পণ্যটি আমদানি বেড়েছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের তুলনায় বেড়েছে। যেখানে দৈনিক বন্দর দিয়ে ১০-১৫ ট্রাক পেঁয়াজ আমদানি হতো বর্তমানে ২৫-৩০ ট্রাক পেঁয়াজ আসছে।’