‘সরাসরি ক্লাসে ফেরায় শিক্ষার মান বাড়বে’

সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনেই খুলেছে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ। শুরু হয়েছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম। শিক্ষার্থীরা বলছেন, অনলাইনে ক্লাসে অনেক কিছু বুঝতে সমস্যা হতো। তবে সরাসরি পাঠদান শুরু হওয়ায় সে সব সমস্যা কাটিয়ে ওঠা যাবে। পড়াশোনার মানও বাড়বে বলে জানান তারা।

কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এহসান সাকিব বলেন, দীর্ঘ সময় ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। আমরা অনলাইনে ক্লাস করেছি। এখন কিছুটা হলেও ভালো লাগছে, কারণ অনলাইন ক্লাসগুলো সেইভাবে বোঝা যাচ্ছিলো না। অনেক সময় ক্লাসের সময় ইন্টারনেটে সমস্যা হতো। এখন সরাসরি ক্লাস হওয়ায় পড়াশোনা ভালো হবে।  

তৃতীয় বর্ষের শিক্ষার্থী আদিবা হাসনাত বলেন, সরাসরি ক্লাস হওয়ায় আমরা সব ধরনের সুবিধা পাচ্ছি। সরাসরি সববিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছি। এখন আমরা পজিটিভ চিন্তা করার চেষ্টা করছি। 

প্রথম বর্ষের শিক্ষার্থী শিহাবুজ্জামান বলেন, আমরা অপেক্ষায় ছিলাম কবে ক্লাস খুলবে। সবাই মিলে ক্লাস করার আনন্দটাই আলাদা। তাছাড়া অনলাইনে ক্লাস করায় যে সব সমস্যা হতো, এখন কাটিয়ে ওঠা যাবে বলে মনে করেন এই শিক্ষার্থী।

কলেজের অধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন বলেন, বাংলাদেশ করোনা প্রতিরোধে একটি অন্যতম মডেল হয়ে দাঁড়িয়েছে। গোটা দেশ বর্তমানে সচল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিলো শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী সেখানেও একটি দূরদর্শী পদক্ষেপ নিয়েছেন। আজ থেকে স্বশরীরে আমাদের শিক্ষাকার্যক্রম শুরু হলো। আমি সব ক্লাসরুম পরিদর্শন করেছি। স্বাস্থ্যবিধি মেনেই আমরা ক্লাস ও পরীক্ষা নিচ্ছি। পাঠদান কার্যক্রম অব্যাহত রাখলে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে বলে মনে করেন তিনি।