পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রধান শিক্ষক নিহত

পঞ্চগড়ে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইব্রাহিম হোসেন (৫৮) নামের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া বাজারের সামনে তিন রাস্তার মোড়ে দুর্ঘটনা ঘটে।

তার বাড়ি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা তইবননেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। মোটরসাইকেলের অপর আরোহী একই স্কুলের অফিস সহকারী অজিত কুমার রায় গুরুতর আহত হয়েছেন। তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, অফিস সহকারী অজিতকে নিয়ে ওই শিক্ষক মোটরসাইকেলে করে স্কুলের দাফতরিক কাজে পঞ্চগড়ে আসছিলেন। পথিমধ্যে তেপুকুরিয়া বাজার পার হয়ে তিন রাস্তার মোড়ে একটি ডিমভর্তি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম। গুরুতর আহত হন অজিত কুমার রায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।