স্ত্রীর তালাকের পর স্বামীর আত্মহত্যা

দিনাজপুরের বিরামপুরে স্ত্রীর পক্ষ থেকে তালাক দেওয়ার দুই দিন পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী কামাল শেখ (৩৭)। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামে বাড়ির বরই গাছ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি রাতের যেকোনও সময় আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

তিনি রাজশাহী জেলার বাগমারা উপজেলার মোজা মন্ডলের ছেলে। ওই এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি।

স্থানীয়রা জানান, কামাল শেখ নামের ওই ব্যক্তি ভবানিপুর এলাকায় ৩-৪ বছর আগে থেকে স্ত্রীকে নিয়ে সেখানেই বসবাস করে আসছিলেন। পারিবারিক কলহের জেরে গত ২৩ সেপ্টেম্বর স্ত্রী তাকে তালাক দেন। এর দুই দিন পর শনিবার সকালে বাড়ির পাশের একটি বরই গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় থাকা ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, এটি একটি আত্মহত্যা। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।