সৈয়দপুর-কক্সবাজার রুটে বৃহস্পতিবার ডানা মেলবে বিমান

নীলফামারীর সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বৃহস্পতিবার (৭ অক্টোবর) থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে বাংলাদেশ বিমান। উদ্বোধনী এই ফ্লাইট ঘিরে যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ইতোমধ্যে সব টিকিট বিক্রি শেষ বলে জানিয়েছে বিমান।

এদিকে বৃহস্পতিবার সৈয়দপুর-কক্সবাজার রুটে এবং শনিবার (৯ অক্টোবর) কক্সবাজার-সৈয়দপুর রুটে উদ্বোধন হতে যাওয়া বিমানের সরাসরি ফ্লাইটের টিকিটের মূলভাড়ার ওপর ১৫ শতাংশ বিশেষ মূল্যছাড় দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ মূলভাড়ার পাঁচ হাজার ৯০০ টাকার ওপর বিশেষ এই ছাড় দিয়েছে।  

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টা দিকে বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য জানান। 

তিনি বলেন, বৃহস্পতিবার সৈয়দপুর থেকে উদ্ধোধনী ফ্লাইট পরিচালনা করার জন্য সব ধরনের প্রস্ততি সম্পন্ন হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর ও জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।

বিমানের নীলফামারীর ব্যবস্থাপক হারুন উর রশিদ বলেন, উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি শেষ। 

সূত্র আরও জানায়, উদ্বোধনী ফ্লাইট বিজি-৫৯২ সৈয়দপুর বিমানবন্দর থেকে সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইট বিজি-৫৯২ সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার এবং ৯ অক্টোবর থেকে প্রতি শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে ফ্লাইট বিজি-৫৩৮ কক্সবাজার থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসবে।