X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অক্টোবরে চালু হচ্ছে বিমানের সৈয়দপুর-কক্সবাজার ফ্লাইট 

নীলফামারী প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:২৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:২৭

উত্তরাঞ্চলের সঙ্গে পর্যটন শিল্পনগরী কক্সবাজারের সরাসরি সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে বিমান। এ ধারাবাহিকতায় অক্টোবর থেকে সৈয়দপুর-কক্সবাজার সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। মঙ্গলবার (১৪ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ বিমানের যাত্রী সেবায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর এবং দিনাজপুর বাস সার্ভিসের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। 

বিমান বাংলাদেশের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) জিয়াউদ্দীন আহমেদ এসময় জানান, শীতাতপ নিয়ন্ত্রিত বাসে বিনামূল্যে যাত্রীদেরকে সৈয়দপুর থেকে রংপুর এবং দিনাজপুর আনা-নেওয়া করা হবে।

সভায় বিমান বাংলাদেশের পরিচালক বলেন, ‘সিট খালি কিন্তু টিকেট নেই, বিমানের সে অবস্থা এখন আর নেই। বঙ্গবন্ধুর নিজের হাতে গড়া প্রতিষ্ঠানটি এখন দাঁড় করেছে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান এখন আন্তর্জাতিক মানের সেবা দিয়ে আসছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে বিমান আর কোনোদিনও লোকসান করবে না।’

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ জেলায় উত্তরা ইপিজেড রয়েছে। চিলাহাটি স্থলবন্দর চালু হওয়ায় ভারতের সঙ্গে রেলপথে সরাসরি মোংলা বন্দরসহ দেশের বিভিন্ন স্থানের সংযোগ হয়েছে। প্রসার ঘটেছে ব্যবসা-বাণিজ্যের। দেশের বিভিন্ন স্থানে যোগাযোগের মাধ্যম হওয়ায় নীলফামারীসহ আশপাশ জেলার অসংখ্য মানুষের একমাত্র ভারসা সৈয়দপুর বিমান বন্দর। তাই বিমান বাংলাদেশের যাত্রীসেবা বাড়াতে শুধুমাত্র রংপুর এবং দিনাজপুরের সঙ্গে বাস সার্ভিস চালু হলো। 

বক্তারা এসময় পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট জেলা থেকে বাস সর্ভিস না হলেও মাইক্রোবাস সার্ভিস চালুর দাবি জানান।

পরে দাবির পরিপ্রেক্ষিতে এ অঞ্চলের সব জেলার সঙ্গে বিনামূল্যে মাইক্রোবাস সেবা চালুর বিষয়ে আশ্বাস দেন বিমানের পরিচালক জিয়াউদ্দীন আহমেদ।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। 

উল্লেখ্য, সৈয়দপুর-ঢাকা রুটে সম্প্রতি কেনা বিমান বাংলাদেশের অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহার হচ্ছে। প্রতিদিন তিনটি ফ্লাইট যাতায়াত করছে। বিজি-৪৯৫ মঙ্গলবার বাদে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে এবং রাত ৮টা ৫ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এছাড়া বিজি-৪৯৩ প্রতি শুক্র, শনি, রবি ও বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল ৭টা ৩০ মিনিটে সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশ্যে এবং সকাল ৮টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিজি-৬৯৩ প্রতিদিন বেলা ১টায় ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে বেলা ২টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

/টিটি/
সম্পর্কিত
তলিয়ে গেছে দুবাই বিমানবন্দর, বিপাকে প্রবাসীরা
বাংলাদেশ বিমানের ফ্লাইটকে স্বাগত জানিয়েছেন ইতালিপ্রবাসীরা
ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে ছাড়লো বিমান বাংলাদেশের ফ্লাইট
সর্বশেষ খবর
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন