‘হেডফোন লাগিয়ে’ গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ইয়াসিন আলী (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রের। সৈয়দপুর জিআরপি থানার ওসি আব্দুর রহমান জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে নীলফামারী পুরাতন রেল স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে পলাশবাড়ি রেলঘুন্টি এলাকায় খুলনাগামী আন্তনগর রূপসা ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

ইয়াসিন সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের জহুর আলীর ছেলে এবং পলাশবাড়ি পরশমণি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন আলীর বাবা মা ও অপর দুই ভাই ঢাকায় থাকে। ইয়াসিন দাদা হাজি হোসেন আলীর বাড়িতে থাকে। মঙ্গলবার ফজরের নামাজ শেষে সে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে সে সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের রেল লাইনের ওপর বসে মোবাইলে গেম খেলছিল। ওই সময় চিলাহাটি-ডোমার হয়ে খুলনাগামী আন্তনগর রূপসা ট্রেন নীলফামারী আসছিল। ইয়াসিনের কানে ছিল হেডফোন থাকায় ট্রেনে কাটা পড়ে মারা যায়।

এলাকাবাসীর অভিযোগ, রেললাইনের ওই স্থানটি তরুণ ছেলেদের ‘মোবাইল গেমস জোন’ নামে পরিচিত। সকাল বিকাল, এমনকি রাতেও লাইনের ওপর সারি করে বসে মোবাইল গেমে মেতে ওঠে তারা। এর আগে রেললাইনে বসে আড্ডা দিতে নিষেধ করেও কাজ হয়নি।

ওসি আব্দুর রহমান জানান, পরিবার ও এলাকাবাসীর অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।