সীমান্ত থেকে শাড়ি-কাপড়সহ কো‌টি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

কু‌ড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় শাড়ি, শার্টের কাপড়সহ বিপুল প‌রিমাণ পণ‌্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজি‌বি)। বৃহস্প‌তিবার (১৪ অক্টোবর) লালম‌নিরহাট বি‌জি‌বি ১৫ ব‌্যাটা‌লিয়ন সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হ‌য়। উদ্ধার পণ্য সামগ্রীর বাজারমূল‌্য প্রায় এক কো‌টি নয় লাখ টাকা বলে জানিয়েছে বি‌জি‌বি।

বুধবার রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকায় এক‌টি কাভার্ড ভ‌্যান থেকে এসব পণ‌্য উদ্ধার করে বি‌জি‌বি।

বি‌জি‌বি জানায়, কুলাঘাট বিশেষ ক্যাম্প এবং ব্যাটালিয়ন সদর থেকে বিশেষ দলের সমন্বয়ে বি‌জি‌বির টহল দল সন্ধ‌্যা ৭টার দিকে একটি কাভার্ডভ্যানের গ‌তি রোধ করে। এ সময় বি‌জি‌বি সদস‌্যদের দেখে চালক গাড়ি থামিয়ে পালিয়ে যান। বি‌জি‌বি গাড়িটি জব্দ করে ব্যাটালিয়ন সদরে নিয়ে কাভার্ডভ্যানটি তল্লাশি করে ভারতীয় কাতান শাড়ি-৪৮০ পিস, ভারতীয় সিল্ক শাড়ি ১৬০ পিস, ভারতীয় শার্ট পিস তিন হাজার ২০০টি, নবরত্ন তেল মিনি প্যাক এক হাজার ১৫০ পিস, ফেস ওয়াশ মিনিপ্যাক ৪২৮ পিস, হরলিক্স ২৫ বোতল, কিটকাট চকলেট ৫০০ পিস এবং ফেনসিডিল ৯৯ বোতল জব্দ করে। আটক মালামালের বাজার মূল্য প্রায় এক কোটি নয় লাখ ৪৮ হাজার টাকা বলে জানায় বি‌জি‌বি।

এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তির নামে লালমনিরহাট সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার মালামাল স্থানীয় কাস্টম অফিসে এবং কাভার্ড ভ্যান ও ফেনসিডিল লালমনিরহাট সদর থানায় জমা করার কার্যক্রম চলছে।