পীরগঞ্জে হামলায় জড়িত থাকার কথা স্বীকার সৈকত ও রবিউলের

রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়ায় হামলার ঘটনায় সৈকত মণ্ডল ও রবিউল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (২৪ অক্টোবর) দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। এ সময় হামলার ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

আজ দুপুর সাড়ে ৩টায় তাদেরকে দেলোয়ার হোসেনের আদালতে কঠোর পুলিশি পাহারায় আনা হয়। সেখানে ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে প্রায় দেড় ঘণ্টা ধরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সৈকত ও রবিউল।

সৈকত মণ্ডলের নেতৃত্বে মিছিলসহ পীরগঞ্জে মাঝিপাড়ায় হামলা চালানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। জবানবন্দিতে হামলায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি।

রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোট সিএসআই শহিদুল ইসলাম জানান, জবানবন্দি শেষে তাদেরকে সন্ধা সাড়ে ৬টায় কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। দুই আসামির পক্ষে কোনও আইনজীবী জামিনের আবেদন করেননি। পরে কঠোর নিরাপত্তার মধ্যে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।