গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাইবান্ধায় উল্লাস পরিবহন নামে একটি যাত্রীবাহী নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে উল্টে যায়। এতে অজ্ঞাত পরিচয় ওই কোচের দুই যাত্রী নিহত ও কমপক্ষে ১৪ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. ফুয়াদ রুহানী স্থানীয়দের বরাত দিয়ে জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা নীলফামারীর জলঢাকাগামী উল্লাস পরিবহনের একটি নৈশ কোচ ওই এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে কোচটি সড়কের পাশে উল্টে গিয়ে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরেক যাত্রী মারা যান। এছাড়া বাসে থাকা কমপক্ষে আরও ১৪ জন আহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
/এআর/