কেজিতে ১৫ টাকা কমেছে কাঁচা মরিচের দাম

সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ১৫ টাকা। একদিন আগে প্রতিকেজি কাঁচা মরিচ পাইকারিতে ১০০ টাকা বিক্রি হয়েছিল। সোমবার (০৮ নভেম্বর) দাম কমে বিক্রি হচ্ছে ৮৫ টাকা। 

একইভাবে খুচরা বাজারে কমেছে কেজিতে ২০ টাকা। একদিন আগে ১২০ টাকা কেজি বিক্রি হলেও আজ ১০০ টাকা বিক্রি হচ্ছে। বন্দর দিয়ে আমদানিকৃত কাঁচা মরিচ একসপ্তাহ ধরে ৬৫-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে নিম্নআয়ের মানুষের মাঝে।

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা মেহেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বাজারে গেলেই দেখি সব জিনিসের দাম বাড়তি। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আমাদের নাগালের বাইরে। যে কাঁচা মরিচ কয়েকদিন আগে ৭০-৮০ টাকা কেজি কিনলাম। সেই কাঁচা মরিচ গতকাল ১২০ টাকা কিনতে হলো। আজ কেজি ১০০ টাকা। কিছুটা সুবিধা হয়েছে। তবে সব জিনিসপত্রের দাম কমলে আমরা একটু স্বস্তি পেতাম।

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের এই অঞ্চলের মানুষের কাঁচা মরিচের চাহিদা মেটাতে হয় নওগাঁ ও বগুড়া অঞ্চলে উৎপাদিত মরিচ দিয়ে। সরবরাহ ভালো থাকায় গত কয়েকদিন কাঁচা মরিচের দাম কম ছিল। তবে পরিবহন ধর্মঘটের কারণে সরবরাহ কমায় দাম বাড়তি ছিল। আজ অবশ্য দাম কমেছে। একই সঙ্গে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত থাকায় দাম আরও কমবে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচের আমদানিকারক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের চাহিদা মেটাতে ও দাম নাগালে রাখতে আমদানি হচ্ছে। ভারতের বাজারেও আগের তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমেছে। ফলে দেশের বাজারে কমেছে। গত একসপ্তাহ ধরে ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমদানি করা কাঁচা মরিচ। তবে বাজারে বেশি দামে বিক্রি করেন ব্যবসায়ীরা।