পাইলটের দক্ষতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো নভোএয়ারের বিমান

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইট অবতরণের সময় সামনের চাকা (নোজ হুইল) ফেটে গেছে। তবে পাইলটের দক্ষতায় ৬৭ জন যাত্রী নিয়ে নিরাপদেই অবতরণ করেছে বিমানটি। 

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনাটি ঘটে। বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, অবতরণের সময় সামনের চাকা বের হওয়ার উপক্রম হলে সেখানে হঠাৎ ঘষা লেগে তা ফেটে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পাইলট নিরাপদে ফ্লাইটটি অবতরণ করেন। তবে আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাসায় ফিরেছেন।

ওই বিমানের যাত্রী রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির সহ-সভাপতি আলী আজগর পিন্টু, নীলফামারী জেলা শহরের ফিরোজ খান ও আজিজুর রহমান দুলু জানান, অবতরণের সময় উড়োজাহাজটির সামনের চাকাটি ফেটে যায়, এতে সেখানে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব ঘোষ জানান, ওই প্লেনটি নিরাপদেই অবতরণ করেছে। তবে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল।