পঞ্চগড়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, সাবেক ছাত্রলীগ নেতা আটক

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে নৌকা ও লাঙল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ইউনিয়নের তালমা দলুয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদি হাসান রুবেলকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

আহতরা হলেন ইউনিয়নের দলুয়াপাড়া গ্রামের শাহজাহানের ছেলে মো. সাগর (২০) এবং একই গ্রামের মো. মনতাজ আলীর ছেলে মো. লায়ন (২১)। তারা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। আহতদের রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, লাঙল প্রতীকের সমর্থক রুবেল তার সমর্থকদের নিয়ে দলুয়াপাড়া গ্রামের আইনুলের বাড়িতে যায়। এ সময় নৌকা প্রতীকের সমর্থক সাগর ও লায়ন তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে লায়ন ও সাগর ছুরিকাঘাতে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুই জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।