৩৫ হাজার বোতল ফেনসিডিল, ১০০ কেজি গাঁজা ধ্বংস করলো বিজিবি

দিনাজপুরের বিরামপুরে পাঁচ কোটি ৬০ লাশ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। বিরামপুর সীমান্তের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সময়ে পাচারকালে এসব মাদক করেছে তারা।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের আওতায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্য গুলো হলো- ৩৫ হাজার বোতল ফেনসিডিল, চার হাজার পিস ইয়াবা, ১০০ কেজি গাঁজা, ১০০ লিটার মদ, যৌন উত্তেজক সিরাপ ৩৩ হাজার বোতল ও ১৩ হাজার পিস নেশাজাতীয় অ্যাম্পল।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, ফুলবাড়ি-২৯-বিজিবি  ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ শরীফ উল্লাহ আবেদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ওহিদুন্নবী, দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক রাজিউর রহমানসহ আরও অনেকে।

২০১৯ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২১ মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি।