মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে মিললো ১১ কেজি গাঁজা

আগে থে‌কেই পুলিশের কাছে খবর ছিল দু‌টি মোটরসাইকে‌লে ক‌রে গাঁজা নি‌য়ে জেলার সীমানা পার হবে কয়েকজন মাদক পাচারকারী। জেলা শহরের প্রবেশ পথে ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে চেক‌পো‌স্টে অপেক্ষা করছিল পুলিশ। চেকপোস্টটি অতিক্রমের সময় গ‌তিরোধ কর‌তে চাইলে দু‌টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তিন মাদক পাচারকারী। ধরা পড়েন একজন। কিন্তু জব্দ মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে গাঁজা পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত মোটরসাইকেলের ট্যাংকিতে খোঁজ মেলে গাঁজার।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) শহরের ধরলা চেক‌পোস্টে আটক দু‌টি মোটরসাই‌কে‌ল থেকে মোট ১১ কেজি গাঁজা উদ্ধার ক‌রে পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

আটক যুবকের নাম আবেদ আলী (২০)। সে জেলার ফুলবাড়ি উপজেলার বেরাকুটি বাজার এলাকার ধনিপাড়া গ্রামের মৃত মো. আব্দুল গফুরের ছেলে।

মঙ্গলবার দুপুরে ধরলা চেক‌পো‌স্টে গি‌য়ে দেখা গেছে, জব্দ দু‌টি মোটরসাই‌কেলের ট্যাংকির ভেতর থেকে পলিথিনে মোড়া‌নো একের পর এক গাঁজার পোট‌লা বের করা হচ্ছে। পুলিশ ও জনতার উপস্থিতিতে আটক যুবক নিজেই সেগু‌লো বের করছেন। প‌রে পুলিশ সেগু‌লো পরিমাপের ব্যবস্থা ক‌রে।

আটক আবেদ আলী জানান, সীমান্ত পথে এসব গাঁজা ভারত থেকে ফুলবাড়ী আনা হ‌য়ে‌ছে। ছয় হাজার টাকার চুক্তিতে মঙ্গলবার সকালে তার এলাকার মাদক ব্যবসায়ী আক্তারসহ আরও দুজন মি‌লে গাঁজাগুলো ফুলবাড়ি থেকে উলিপুর পৌঁছে দিতে রওনা দেন। উলিপুর হয়ে নদীপথে জেলার সীমানা পার হওয়ার কথা ছিল তার।

সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, মাদকসহ মোটরসাইকেল দুটি থানায় নিয়ে আসা হয়েছে। আটক যুবকসহ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।