রংপুর মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডে আগুন লেগেছে। সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে রংপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আফজালুর রহমান জানান, ৭ নম্বর ওয়ার্ডের নাক-কান-গলা বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। কয়েকটি কক্ষ পুড়ে গেছে। আগুন লাগার পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে রোগী ও স্বজনদের কয়েকজন আহত হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তৃতীয় তলায় বক্ষব্যাধি, লিভার, চর্মরোগ, মানসিক রোগসহ সাতটি বিভাগ আছে। সেখানে সবমিলে ৩৫ জন রোগী ভর্তি ছিলেন। তাদের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। আগুনে কয়েকটি বিছানা ও এসি পুড়ে গেছে।