আ.লীগের নবনির্বাচিত চেয়ারম্যানকে কুপিয়ে জখম 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান আনিছুর রহমান আনিছকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এ সময় তার সঙ্গে থাকা ভাগনি জামাই জিন্নাহ মিয়া আহত হয়েছেন। প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী আইয়ুব আলী ও তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে তাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। 

রবিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জের বালুয়া এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে নির্বাচনি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বজেন্দ্র নাথ। ফল ঘোষণার পরই এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে আহত আনিছুরের ভাগিনা সিদ্দিকুর রহমান বলেন, কেন্দ্রের ঘোষিত ফলাফল শিট নিয়ে মামা তার ভাগনি জামাই জিন্নাহর সঙ্গে মোটরসাইকেলে উপজেলা পরিষদে যাচ্ছিলেন। বালুয়া এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালায় পরাজিত বিদ্রোহী প্রার্থী আইয়ূব আলীসহ তার কর্মী-সমর্থকরা। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে মামার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। তাদের হামলায় গুরুতর আঘাত পেয়েছেন জিন্নাহ মিয়া। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই মামাকে ভর্তি করা হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

সিদ্দিকুর রহমানের অভিযোগ, পরাজিত হয়ে আইয়ুব আলী পরিকল্পিতভাবে মামা আনিছুরের ওপর হামলা চালায়। মাথায় গুরুতর জখমে মামার অবস্থা সংকটপন্ন। এই ঘটনার সুষ্ঠু তদন্তসহ হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

তবে লোকমুখে ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান। লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চেষ্টা করেও পাওয়া যায়নি অভিযুক্ত বিদ্রোহী প্রার্থী আইয়ুব আলীর। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি তার কর্মী-সমর্থকরাও।