নীলফামারীতে তীব্র শীত, আলো জ্বালিয়ে চলছে যান

নীলফামারীতে তাপমাত্রা আরও কমেছে। সেই সঙ্গে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বেড়েছে শীত। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। যান চলাচল ও দৈনন্দিন কাজে দেখা দিয়েছে স্থবিরতা। 

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, মঙ্গলবার (৪ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

নীলফামারীতে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সেই সঙ্গে হিমেল বাতাস বইছে। এতে ঠান্ডা আরও বাড়ছে। দুপুরের দিকে সূর্যের দেখা মিলছে। তবে বিকালের পর থেকে আবারও ঘিরে আসছে কুয়াশা। ঘন কুয়াশায় মাত্র দুই গজ দূরের কিছু দেখা যাচ্ছে না। রেলপথ ও সড়কে অল্প সংখ্যক যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। 

জেলার ডিমলা ও সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার (৩ জানুয়ারি) ভোর থেকে তাপমাত্রা আরও কমেছে। দুপুর ২টা পর্যন্ত সর্বনিম্ন গড় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। আরও ২-৩ দিন এই অবস্থা বিরাজ করতে পারে।

আরও পড়ুন:
আজকের আবহাওয়ার খবর। 
সারাদেশের তাপমাত্রার খবর