X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ৫.৭ ডিগ্রি

দিনাজপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৪, ১১:০৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১১:০৩

তীব্র শৈত্যপ্রবাহ দুই দিনে গড়ালো উত্তরের জনপদ দিনাজপুরে। সোমবার (২৯ জানুয়ারি) এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের সঙ্গে রয়েছে হিমেল বাতাস, গতিবেগও বেশ। ফলে বিপর্যস্ত এই এলাকার মানুষ। 

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৮ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় সাড়ে ৩ থেকে ৪ কিলোমিটার। এর আগে রবিবার এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় সাড়ে ৫ থেকে ৬ কিলোমিটার।

হিসাব মতে, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারী ও ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটিকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সেটিকে তীব্রতর শৈত্যপ্রবাহ বলে। সেই হিসেবে বর্তমানে এই জেলায় দুই দিন ধরেই তীব্র শৈত্যপ্রবাহ চলছে।

তবে তীব্র শৈত্য প্রবাহ চললেও কিছুটা স্বস্তি দিয়েছে সকালের সূর্য। দুই দিন ধরে তীব্র শৈত্যপ্রবাহের মধ্যেই সূর্য সকালেই উঠছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের উত্তাপও বেড়েছে। রবিবারও সকাল সাড়ে ৯টার পর সূর্য ওঠে ও উত্তাপ বাড়তে শুরু করে। সারাদিনই ছিল রোদ ও উত্তাপ।

তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা ৫.৭ ডিগ্রি

সকাল সাড়ে ৭টায় দিনাজপুর চেহেলগাজী ইউনিয়নের কাটাপাড়া এলাকায় কথা হয় কৃষক সিরাজুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, তাপমাত্রা কমলেও দুই দিন ধরে সূর্য উঠেছে এবং কুয়াশা ছিল না। উত্তাপও ছিল বেশ, এতে ফসলের যে পরিমাণে ক্ষতি হয়েছে- তা আর বাড়বে না। কারণ মূলত কুয়াশা ফসলের বেশি ক্ষতি করে। আমার বোরো বীজতলার অনেক চারাই লালচে রং হয়ে গিয়েছিল। এখন সেগুলো ভালো হবে।

একই এলাকার কৃষক সুমন বলেন, আমার আলু ক্ষেতের অনেক পাতাই পচে যাওয়ার মতো বা মোড়ক ধরেছিল। ফসল বাঁচাতে বালাইনাশক স্প্রে করেছি। কিন্তু রোদ না থাকায় বালাইনাশক কাজ করছিল না। দিন দিন গাছগুলো আরও খারাপের দিকে যাচ্ছিল। শুধু চাচ্ছিলাম, কবে নাগাদ রোদ দেখা দেবে। এখন দুই দিন ধরে যে পরিমাণে রোদ উঠছে তাতে করে বালাইনাশক স্প্রে করতে হবে না। আর গাছগুলোও আগের মতো হয়ে উঠবে আশা করছি।

কালিতলা এলাকায় অটোরিকশা চালক স্বপন কুমার বলেন, আমরা তো সকাল সকাল কাজের উদ্দেশে এই অটো নিয়ে বের হই। এই শীতে আমাদের আয় উপার্জন একেবারেই কমে গেছে। যাত্রী ছিল না, আবার একটু কাজ করেই বাড়িতে চলে যেতে হয়েছে। এই ঠান্ডায় আমরা কাজ করতে পারছি না। দ্রুত শীত চলে গেলে আমরা বাঁচি। 

দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, এই তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ আর তিন দিনের মতো স্থায়ী হতে পারে। এরপর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা বাড়বে। তবে আরও একটি শৈত্যপ্রবাহ আসতে পারে, তাছাড়া দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতেও আশঙ্কা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বাঁচতে হলে জানতে হবে
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বশেষ খবর
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে