হিলিতে তীব্র শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ

দিনাজপুরের হিলিতে তাপমাত্রা আরও কমেছে। সেই সঙ্গে হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে। এতে কাজে যেতে না পারছে না নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অনেকে শীত উপেক্ষা করে বেরিয়েও কাজ না পেয়ে ফিরে আসছে।

গত বুধবার দিবাগত রাত থেকে শুরু করে বৃহস্পতিবার ভোর পর্যন্ত হিলিতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা কমতে শুরু করে। শুক্রবার (১৪ জানুয়ারি) এখনও আকাশ মেঘাচ্ছন্ন।

ভ্যানযাত্রী মোজাহার মন্ডল বলেন, গতকাল বৃষ্টি হওয়ায় হিলিতে শীত বেড়েছে। এতে আমাদের মতো বয়স্ক মানুষের একটু বেশি সমস্যা হয়েছে। জ্বর-সর্দি লেগেই আছে।

ভ্যানচালক আজিজুল হক বলেন, শীতের কারণে মানুষ বাইরে কম বের হচ্ছে। রাস্তাঘাট ফাঁকা। এতে আয় কমে গেছে।

কুরবান আলী নামে এক শ্রমিক বলেন, শীতে বাড়ি থেকে বের হওয়া যায় না। জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। কাজে যে বের হবো সেই সুযোগ হচ্ছে না। আবার কষ্ট করে বের হলেও কাজ না পেয়ে ফিরেরে আসতে হচ্ছে। 

আবহাওয়া অধিদফতর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আজ দিনাজপুর অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।গতকাল ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার।

পড়ুন:
আবহাওয়ার আরও খবর। 
তাপমাত্রার আরও খবর।
শৈত্যপ্রবাহ- এর খবর।