রংপুরে সংক্রমণের ঊর্ধ্বমুখী, একদিনে শনাক্ত ৪৯

দীর্ঘ সাত মাস পর রংপুর বিভাগের আট জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৯ জনের। এর মধ্যে রংপুরে বিভাগে সবচেয়ে বেশি ২২ জনের শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৯ দশমিক ৭৪ শতাংশ।

সোমবার (১৭ জানুয়ারি) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আবু মো. জাকেরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে দিনাজপুরে ১৪, রংপুরে ২২, পঞ্চগড়ে দুই, নীলফামারীতে দুই, ঠাঁকুরগাওয়ে তিন, লালমনিরহাটে দুই ও গাইবান্ধায় চার জনের করোনা শনাক্ত হয়েছে।

রংপুর বিভাগে এ পর্যন্ত তিন লাথ ৯ হাজার ৭৮২টি নমুনা পরীক্ষায় ৫৫ হাজার ৯৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন এক হাজার ২৫২ জন।