রংপুরে আরও ১৬৫ জনের করোনা শনাক্ত

রংপুর বিভাগের আট জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে, যা গত সাত মাসে সর্বোচ্চ। মারা গেছেন একজন। আক্রান্তদের মধ্যে ১২ জন আইসিইউতে ভর্তি। তাদের চার জনের অবস্থা আশঙ্কাজনক। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৬ দশমিক ৫৯ শতাংশ।

রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আবু মো. জাকেরুল ইসলাম এসব তথ্য জানান।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মোট ৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে দিনাজপুরের ৩৪, রংপুরের ২২, পঞ্চগড়ের ১৯, নীলফামারীর ১৯, ঠাকুরগাঁওয়ের ৩৭, লালমনিরহাটের ৬, কুড়িগ্রামের ৮ জন ও গাইবান্ধার ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

রংপুর বিভাগে করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। বিশেষ করে প্রথম দিকে বিভিন্ন জেলায় কম থাকলেও, এখন সব জেলায় ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

ডা. জাকেরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১২ জনকে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। রংপুর বিভাগের তিনটি করোনা হাসপাতালে পর্যাপ্ত বেড খালি আছে। আক্রান্তদের চিকিৎসায় কোনও সমস্যা হবে না।