তাপমাত্রা কমলেও স্বস্তি, দেখা মিলেছে সূর্যের

পারদের হিসাবে তাপমাত্রা কমলেও ২৪ ঘণ্টার ব্যবধানে কিছুটা স্বস্তি এসেছে উত্তরের জেলা দিনাজপুরে। সকালে কুয়াশা থাকলেও তা ভেদ করে উঠেছে সূর্য, নেই হিমেল বাতাসের প্রভাব। ফলে তেমনটা শীত অনুভূত হচ্ছে না। যদিও মঙ্গলবার (২৪ জানুয়ারি) আবহাওয়া অধিদফতর জানিয়েছে তাপমাত্রা আরও কমে যেতে পারে।
 
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, আজ দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ এবং  বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। যেখানে রবিবার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর আদ্রতা ৮৭ শতাংশ। ২৪ ঘণ্টায় তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
 
এছাড়াও জেলার পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুরে ১২ দশমিক ৬; রংপুরে ১৪ দশমিক শূন্য; ডিমলায় ১৩ দশমিক ৩; রাজারহাট (কুড়িগ্রাম) ১৩ দশমিক ৫; নওগাঁয় ১৪ দশমিক ৫; রাজশাহীতে ১৬ দশমিক শূন্য ; চুয়াডাঙ্গায় ১৪ দশমিক ৬; শ্রীমঙ্গলে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেতুলিয়ায় ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। 

অধিদফতরের তথ্যমতে, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, কুড়িগ্রাম, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, নরসিংদী, নোয়াখালী, চাঁদপুর, মাদারিপুর, ফরিদপুর, পটুয়াখালী, ভোলা, কুমিল্লাসহ দেশের আরো অনেক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। 

বৃষ্টিপাতের পরিমাণ রংপুর বিভাগের তুলনায় অন্যান্য বিভাগে বেশি ছিল। তবে আগামী ২৪ ঘণ্টায় দেশের আরও কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বৃষ্টির প্রবণতা কমে আসবে। তবে শীতের মাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
 
এদিকে স্থানীয় রাজবাটী এলাকার সফিকুল ইসলাম বলেন, সকালে সূর্য উঠায় কিছুটা গরম অনুভূত হচ্ছে।গত দুইদিন তো ছিল কনকনে শীত, খুব খারাপ অবস্থা।  

সৌরভ অধিকারী বলেন, আজকে সূর্য উঠায় মনে হয় শীত কমেছে। পাশাপাশি বাতাসও তেমন নেই, তাই কিছুটা স্বস্তি অনুভূব করছি। এভাবে প্রতিদিন সঠিক সময়ে সূর্য উঠলে শীত তেমনটা প্রভাব বিস্তার করতে পারবে না।

আবহাওয়া দফতরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, তাপমাত্রা কমলেও হিমেল বাতাসের প্রভাব না থাকায় তেমনটা শীত অনুভূত হচ্ছে না। এছাড়া সকালে কুয়াশা ভেদ করে সূর্য উঠেছে এবং কিছুটা তাপ বিকিরণ করছে। তবে এই তাপমাত্রা ধীরে ধীরে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।