মাস্ক না পরায় হিলিতে জরিমানা

দিনাজপুরের হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পরায় ৯ জনকে এক হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে হিলির চেকপোস্ট সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।

মোহাম্মদ নুর এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, করোনা সংক্রমণ রোধে সরকার যেসব নির্দেশনা জারি করেছে সে বিষয়ে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা চালানো হয়েছে। এর পরও মানুষ সেগুলো মানছে কি-না সেটি নিশ্চিতে অভিযান পরিচালনা করেছি। আজকে স্বাস্থ্যবিধি না মানায়, মাস্ক না পরায় এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোয় ৯ জনকে এক হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

সংক্রমণ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।