দিনাজপুরে সূর্যের লুকোচুরি, বেড়েছে তাপমাত্রা  

দিনাজপুরে একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা বাড়লেও সূর্য লুকোচুরি খেলছে। ফলে বেশ শীত অনুভূত হচ্ছে। যদিও আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন- আগামী কয়েকদিন তাপমাত্রা কমতে পারে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ, বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। এর আগে সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ এবং গতিবেগ ছিল ঘণ্টায় ৩-৪ কিলোমিটার।

হিসাব অনুযায়ী গত এক দিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা বাড়লেও জেলায় সূর্যের লুকোচুরি চলছে। সকাল থেকে তিন থেকে চার বার সূর্য দেখা দিলেও স্থায়িত্ব ছিল মাত্র ৫-১০ মিনিট। রোদের প্রখরতা ছিল না, ফলে বেলা ১২টা পর্যন্ত বেশ শীত অনুভূত হয়েছে।

এদিকে জেলার পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুর ১৩ দশমিক ৮; রংপুরে ১৪ দশমিক ৫; ডিমলায় ১৩ দশমিক ৫; রাজারহাট (কুড়িগ্রাম) ১৩ দশমিক শূন্য; নওগায়ঁ ১৩ দশমিক ৩; রাজশাহীতে ১৪ দশমিক শূন্য ; চুয়াডাঙ্গায় ১৫ দশমিক ৫; শ্রীমঙ্গলে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে (সকাল ৬ টার তথ্য অনুযায়ী) পঞ্চগড়ের তেতুলিয়াতে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর গোপালপুর গ্রামের সফিকুল ইসলাম বলেন, সকালে একটু রোদ দেখা দিলেও আবার মেঘাচ্ছন্ন আকাশ। ফলে বেশ শীত অনুভূত হচ্ছে। তবে গতকালের চেয়ে মনে হয় ঠাণ্ডা একটু কম। সূর্য উঠলে এই শীতটুকুও থাকতো না।

স্থানীয় আবহাওয়া দফতরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আগামী কয়েকদিন জেলার তাপমাত্রা হ্রাস পেতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা কমে যাওয়ার কারণ আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বৃষ্টিপাতের বিষয়টি এখনই বলা যাচ্ছে না, দুপুরের পরে হয়তো বিষয়টি জানানো যাবে।