দেখা মিলেছে সূর্যের, বেড়েছে তাপমাত্রা 

টানা ছয় দিন পর শৈত্যপ্রবাহের দাপট থেকে মুক্ত হয়েছে উত্তরের জেলা দিনাজপুর। উঠেছে সূর্য, ফলে কিছুটা স্বস্তি এসেছে জনজীবনে। যদিও ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার।

এর আগে, গত ২৮ জানুয়ারি থেকে এই জেলার তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ থেকে ৯ দশমিক ৩ এর মধ্যে। আবহাওয়ার ভাষায় তাপমাত্রা ৮ থেকে ১০ এর মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ এর মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৬ এর নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ বলে ধরা হয়। সেই হিসেবে দিনাজপুরে শৈত্যপ্রবাহ নেই বলা চলে।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় (সকাল ৬ টা) ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস । 

এছাড়া নীলফামারীর সৈয়দপুর ১১ দশমিক ৯; কুড়িগ্রামের রাজারহাটে ১১ দশমিক ২; রংপুরে ১৩ দশমিক শূন্য; ডিমলায় ১২ দশমিক ৪; নওগাঁয় ১২ দশমিক ৮; রাজশাহীতে ১৩ দশমিক ৫; পাবনায় ১৩ দশমিক শূন্য; যশোরে ১৫ দশমিক ২; চুয়াডাঙ্গায় ১৪ দশমিক শূন্য এবং শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া দফতরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ফলে চলমান শৈত্যপ্রবাহ আর নেই। এছাড়া সূর্য ওঠায় এবং বাতাসের গতিবেগ কম থাকায় শীতের তীব্রতাও কমেছে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা আবারও বেশ কিছুটা হ্রাস পেতে পারে।