শৈত্যপ্রবাহেও স্বস্তি এনেছে সকালের সূর্য 

আবারও শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা দিনাজপুর। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে বাতাসের আদ্রতা ও গতিবেগ বেড়েছে। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে তাপমাত্রা কমলেও উঠেছে সূর্য, রয়েছে প্রখরতা। সকালে কুয়াশা থাকলেও সূর্য উঠায় তা দূর হয়েছে। ফলে কিছুটা স্বস্তি এসেছে জনজীবনে।

আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা জানিয়েছেন, দুই দিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, সোমবার (৭ ফেব্রুয়ারি) দিনাজপুরে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ ও বাতাসের ছিল গতিবেগ ঘন্টায় ৪-৫ কিলোমিটার। বেলা বৃদ্ধির সঙ্গে  এটি ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিবেগে উত্তর-পশ্চিম দিক থেকে ধাবিত হতে পারে। 

এর আগে, রবিবার তাপমাত্রা ছিল ১০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ ও বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩-৪ কিলোমিটার।
 
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় (সকাল ৬ টা) ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রংপুরে তাপমাত্রা ছিল ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস; কুড়িগ্রামের রাজারহাটে ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি; ডিমলায় ৯ দশমিক ৬ ডিগ্রি; নওগাঁয় ১০ দশমিক শূন্য ডিগ্রি; রাজশাহীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

রাজবাটী বাজারের অটোরিকশাচালক লতিফুর রহমান বলেন, সূর্য উঠায় কয়েকদিনের তুলনায় একটু ভালো লাগছে। শীত যতই হোক, বাতাস না থাকলে আর সূর্য উঠলে আমরা কাবু হই না। 

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বর্তমানে রংপুর বিভাগসহ দেশের আরও কিছু কিছু স্থানের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তবে আগামী দুই দিনের মধ্যে সারাদেশে তাপমাত্রা সামান্য কিছুটা বৃদ্ধি পেতে পারে। তিনি আরও জানান, তাপমাত্রা কমলেও সূর্যের প্রখরতা থাকবে, ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে। যদিও রাতের তাপমাত্রা কমে যাবে।