হিলিতে বেড়েছে তাপমাত্রা, কমেছে শীত

দিনাজপুরের হিলিতে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। কমেছে শীত। সকালেই দেখা মিলেছে সূর্যের। রয়েছে রোদের উত্তাপও। এতে স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পথচারী রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও আমাদের এখানে হয়নি। কিন্তু সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, ফলে শীত ভালোই অনুভূত হয়েছে। আজ সকাল থেকে অবস্থা অনেকটা পরিবর্তন হয়েছে। সকালেই রোদ উঠেছে। কমেছে শীত।’

ভ্যানচালক জহুরুল ইসলাম বলেন, ‘আজ সকাল থেকেই রোদ উঠেছে। সেই সঙ্গে শীত অনেকটা কমেছে। এ কারণে আমরা যেমন সকালেই ভ্যান নিয়ে বের হতে পেরেছি, বাজারঘাটেও মানুষ আসছেন। শীতের কারণে আয় কমে বিপাকে পড়েছিলাম। এখন আবারও আয় কিছুটা বাড়ায় সেই অবস্থা থেকে অনেকটা মুক্তি মিলেছে।’

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘আজ দিনাজপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দিনাজপুরসহ দেশের কিছু কিছু স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।’