বৃষ্টির পর হিলিতে বেড়েছে শীত

বৃষ্টির পর আবারও বেড়েছে শীতের মাত্রা। সঙ্গে হিমেল বাতাস শীতের অনুভূতি বাড়িয়েছে। এতে করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। সকালে সূর্যের দেখা মেলায় দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে বিকালের পর থেকে শীতের মাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

হিলি বাজারের দোকান কর্মচারী নুরুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, হঠাৎ বৃষ্টির কারণে আবারও হিলিতে শীতের মাত্রা বেড়েছে। সঙ্গে হিমেল বাতাসে বাইরে টেকাই দায়। সাইকেল চালিয়ে আসতে হাত-পা ঠাণ্ডা হয়ে আসছে। 

পথচারী ইয়াসিন মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, গত কয়েকদিন ধরেই হিলিতে গরম ভাব ছিল। কিন্তু গতকাল বৃষ্টির পর ঠাণ্ডা বেড়েছে। এতে আমাদের চলাচলে সমস্যা হচ্ছে।

ভ্যানচালক খালেদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বৃষ্টির পর শীত বাড়ায় ভ্যান চালাতে কষ্ট হচ্ছে। হাত-পা একেবারে ঠাণ্ডা ও অসাড় হয়ে যায়। শীতে নাক-মুখ দিয়ে পানি ঝরতে থাকে। সকালে ভ্যান নিয়ে বের হলেও যাত্রী পাওয়া যাচ্ছে না। ফাঁকা ভ্যান নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কারণ হঠাৎ শীতের কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। 

দিনাজপুর আবহাওয়া অধিদফতরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে। দিনাজপুর অঞ্চলে সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এটি আজকের পর থেকে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। তবে আগামী ২৫ তারিখের দিকে আবারও বৃষ্টি হতে পারে। তখন ফের তাপমাত্রা কিছুটা কমতে পারে।