গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনেও হিলিতে উপচে পড়া ভিড়

দিনাজপুরের হিলিতে দ্বিতীয় দিনের মতো করোনার প্রথম ডোজের গণটিকা দান কার্যক্রম চলছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসছেন প্রার্থীরা। একইভাবে উপজেলার বিভিন্ন ইপিআই কেন্দ্রগুলোতেও চলছে টিকাদান কার্যক্রম।

টিকা নিতে আসা সেলিম রেজা বলেন, ‘গতকাল শনিবার করোনার টিকার প্রথম ডোজ দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু গতকাল টিকা নিতে পারিনি। পরে জানলাম আজও টিকা দেওয়া হবে। তাই হাসপাতালে এসেছি টিকা নিতে। কোনও ধরনের ঝামেলা ছাড়াই টিকা নিতে পেরে ভালো লাগছে।’

আয়েশা খাতুন বলেন, ‘ব্যস্ততার কারণে গতকাল টিকা নিতে পারিনি। তাই আজ আসলাম। গতকাল নিতে না পেরে আমার মতো অনেকই আজ টিকা নিতে আসছেন।’ 

দ্বিতীয় দিনেও টিকা নিতে কেন্দ্রে ছুটে আসছে মানুষ

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শ্যামল কুমার দাস বলেন, ২৬ ফেব্রুয়ারি একদিনে এক কোটি মানুষকে গণটিকা দানের মধ্য দিয়ে করোনার প্রথম ডোজের টিকা দান কর্মসূচি সম্পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু গতকালও আমরা মানুষের মধ্যে টিকাদানের বিষয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করেছি। এরই প্রেক্ষিতে স্বাস্থ্য অধিফতর গণটিকা দান কর্মসূচি আরও দুই দিন বাড়িয়েছে। আজ দ্বিতীয় দিনের মতো প্রথম ডোজের টিকাদান কার্যক্রম চলছে, যা আগামীকাল পর্যন্ত চলবে। এ সময় করোনার দ্বিতীয় ও তৃতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজ দেওয়া হবে। ফলে যারা বাদ পড়েছেন তারা টিকার আওতায় আসবেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) তিন হাজার ৮৫১ জনকে প্রথম ডোজ দেওয়া হয়। এখন পর্যন্ত উপজেলায় ৭৯ হাজার ৩০২ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে, যা মোট জনসংখ্যার ৭২ দশমিক ৭ শতাংশ। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫৪ হাজার ২৪৮ জনকে, যা মোট জনসংখ্যার ৪৯ দশমিক ৭ শতাংশ। বুস্টার ডোজ দেওয়া হয়েছে দুই হাজার ৯২৭ জনকে। লক্ষ্যমাত্রার বিপরীতে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত টিকা মজুত রয়েছে।