‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করাবো’

নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, ‘আমরা নির্বাচন কমিশন নিয়ে মাথা ঘামাতে চাই না। আমরা চাই, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং সেই দাবি মানতে বাধ্য করাবো আমরা।’

বুধবার (২ মার্চ) বিকালে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি সে কারণে মানুষের কাছে কোনও দায়বদ্ধতা নেই। তারা রাতের ভোটের সরকার। এ সরকার ক্ষমতায় আসার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, একটাও রক্ষা করেনি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের কিছু জনবিচ্ছিন্ন নেতা বলে বেড়াচ্ছেন খালেদা জিয়া আর তারেক রহমান তারা দুই জনই ভোট করতে পারবে না। তাদের এই স্বপ্নপূরণ হবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ তাদের কারাগার থেকে মুক্ত ও বিদেশ থেকে নিয়ে আসবে। এরপর তাদের নির্বাচনে অংশ করাতে বাধ্য করাবে।’

জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক রইছ আহামেদ, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কৃষকদলের নেত্রী রোজিনা আকতার ডলি খানসহ অন্যান্যরা।