হিলিতে বেড়েছে কাঁচা মরিচের দাম

সরবরাহ কমায় দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। দুই দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারিতে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। খুচরা মূল্য প্রতিকেজি ৮০ টাকা।

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা ইয়াসিন আলী বলেন, বাজারে সব ধরনের পণ্যের দাম বেশি। এমন অবস্থা চলতে থাকলে আমরা সাধারণ মানুষ চলবো কীভাবে? এভাবে পণ্যের দাম বাড়ছে, কিন্তু আমাদের তো আয় বাড়ছে না। এত দাম দিয়ে তো কাঁচা মরিচ কিনে খেতে পারবো না।

কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, বর্তমানে আবহাওয়া খারাপ। কখনও ঝড়-বৃষ্টি হচ্ছে, আবার কখনও গরম কখনও ঠান্ডা পড়ছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাছের ফুল ঝরে যাওয়ায় কাঁচা মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এতে করে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে দাম বেড়েছে।

ব্যবসায়ীরা বলছে, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি দীর্ঘদিন ধরে বন্ধ। এ কারণে দামের ওপর প্রভাব পড়ছে। দেশের বিভিন্ন অঞ্চলে নতুন কাঁচা মরিচ উঠা শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে। এরপর আবারও কাঁচা মরিচের দাম কমে আসবে।