হিলিতে কমেছে কাঁচা মরিচের দাম

সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম কমেছে। দুই দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ ৮০ টাকায় বিক্রি হয়। বর্তমানে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম আরও কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, বাজারে তেল-চালসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। তবে কাঁচা মরিচের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে। কাঁচামরিচের কেজি ৬০ টাকায় নেমেছে।

কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, সম্প্রতি আবহাওয়ার বিরূপ প্রভাবে কাঁচা মরিচের গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কয়েক দিন আগে হঠাৎ ঝড়-বৃষ্টিতে মরিচের ফুল ঝড়ে যায়। এতে উৎপাদন ব্যাহত হয়েছে। সেই সঙ্গে মৌসুম শেষ হওয়ায় বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমায় দাম বাড়তির দিকে ছিল। তবে মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন কাঁচা মরিচ উঠতে শুরু করেছে। এতে বাজারে সররবাহ বাড়ছে। সেই সঙ্গে দাও কমতে শুরু করেছে।