বিএনপি দেশের মানুষের সুখ পছন্দ করে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশের মানুষের সুখ-শান্তি বিএনপি নেতারা পছন্দ করেন না। তাই বিভিন্ন অনুষ্ঠানে তারা বলেন, দেশের মানুষ ভালো নেই। অথচ শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বদরবারে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে জাতিসংঘের শান্তি সূচকে নাম এসেছে। দেশের মানুষ ভালো থাকুক এটা বিএনপি চায় না।’

রবিবার (২০ মার্চ) বিকালে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ। দীর্ঘ পথচলায় অনেক নেতা বিভ্রান্ত হয়েছিলেন, বেসুরে কথা বলেছেন। কিন্তু তৃণমূল নেতাকর্মীরা সব প্রতিকূলতার মধ্যেও নেত্রীর পেছনে ঐক্যবদ্ধ ছিলেন বলে শেখ হাসিনা চতুর্থবারের মতো দেশ পরিচালনা করছেন। এই কৃতিত্ব তৃণমূল নেতাকর্মীদের। এ জন্য আমি তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ 

তিনি বলেন, ‘বিএনপি প্রতিদিন অপপ্রচার চালাচ্ছে, প্রেস ক্লাবের সামনে, পল্টনে, দেশের বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ করে মানুষকে অসুখী করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টার মধ্যে সাত ধাপ এগিয়ে যাওয়া শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘আশা করি বিএনপি মানুষকে ক্রমাগত অসুখী করার যে অপচেষ্টা চালাচ্ছে এই রিপোর্টের পর তারা তা থেকে নিবৃত হবে। আশা করবো, তারা সরকারকেও অভিনন্দন জানাবে। বিএনপি মাঠে ময়দানে নেই, শুধু টেলিভিশনে আছে।’

তিনি আরও বলেন, ‘যদি বিএনপি ও তাদের মিত্ররা ক্রমাগত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না থাকতো, অপপ্রচার না চালাতো এবং দেশের মানুষকে নানাভাবে অসুখী করার অপচেষ্টায় নিয়োজিত না থাকতো, তাহলে মানুষের সুখ সমৃদ্ধি আরও বাড়তো। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্সে আমরা আরও এগোতে পারতাম। কারণ, এই সূচকের অন্যতম বিষয় হচ্ছে মানুষ নিজেকে সুখী মনে করছে কিনা।’