বাংলাদেশ-কানাডার সম্পর্ক চিরকাল অটুট থাকবে: লিলি নিকলস

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকলস বলেছেন, ‘কানাডা ও বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পেরিয়েছে। ভালো বন্ধু রাষ্ট্র হিসেবে এই সম্পর্ক চিরকাল অটুট থাকবে আমাদের। আর এই সর্ম্পক ধরে রেখেই আমরা বাংলাদেশের আর্থ সামাজিক, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, গণতন্ত্র ও নারীর ক্ষমতায়নে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছি।’

বুধবার (৩০ মার্চ) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক পরিচালিত জলঢাকা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও অভিভাবক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ ছাড়া তিনি ব্র্যাক পরিচালিত জলঢাকার মাল্টি ক্লাসরুম শিশু নিকেতন পরিদর্শন করেন। বিদ্যালয় পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ এবং শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বিজ্ঞান চর্চা, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার উপর জোর দেওয়ার আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কানাডা হাইকমিশনের হেড অফ এইড পেড্রো মুন মরিস, সিনিয়র ডেভেলপমেন্ট অ্যাডভাইজার রাইফুল জান্নাত, হাইকমিশনের ফিল্ড সাপোর্ট সার্ভিস প্রজেক্টের টেকনিক্যাল স্পেশালিষ্ট এ এইচ এম মহি উদ্দিন, ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক শাফি রহমান খান, এ জি এম অমল কুমার বিশ্বাস, আঞ্চলিক ব্যবস্থাপক সুরেশ চন্দ্র রায়, সিনিয়র এলাকা ব্যবস্থাপক আনিসুর রহমান প্রমুখ।