১৬০ টাকার তেল ১৮০-তে বিক্রি, ডিলারকে জরিমানা 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধার্য মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (১০ মে) উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিম বাজারের মুন্না স্টোরের মালিককে এই জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানা এলাকার বসুন্ধরা সয়াবিন তেলের ডিলার মুন্না স্টোর প্রতি লিটার সয়াবিনের বোতলে ১৬০ টাকা লেখা থাকলেও খুচরা ব্যবসায়ীদের কাছে ১৮০ টাকা দরে বিক্রি করছিলেন। এই অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক ও কচাকাটা থানা পুলিশ এ অভিযানে অংশ নেয়।

ভোক্তা অধিকার অধিদফতর কুড়িগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, জরিমানার পাশাপাশি ওই ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।