৬১২ লিটার সয়াবিন জব্দ, জরিমানা মাত্র ১০ হাজার 

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় অভিযান চালিয়ে মজুত করা এক হাজার ২২৪ বোতলে ৬১২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রামের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকি দলের অভিযানে উপজেলার থানাহাট বাজার থেকে এই তেল উদ্ধার ও জব্দ হয়। এসময় প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

কুড়িগ্রামের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার থানাহাট বাজারের সোহেল অ্যান্ড ব্রাদার্স নামক প্রতিষ্ঠানের গুদামে পূর্বের বাজার মূল্যে আধা লিটার আয়তনের এক হাজার ২২৪টি বোতলে ৬১২ লিটার সয়াবিন তেল মজুত করা হয়। যথাযথভাবে তেল বিক্রি না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সামিউল আলম সোহেলকে প্রশাসনিক ব্যবস্থায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ তেল গায়ের মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও চিলমারী থানা পুলিশ অংশ নেয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।