তেলের বোতলের দাম মুছে বেশি দামে বিক্রি, জরিমানা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য ঘষামাজা করে বেশি দামে বিক্রি এবং অবৈধভাবে মজুত রাখায় দুই দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক ও ভূরুঙ্গামারী থানা পুলিশ সহযোগিতা করেন।

বুধবার (২৫ মে) দুপুরে উপজেলার থানাঘাট বাজারে অভিযান চালিয়ে জরিমানা করে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের জেলা কার্যাল‌য়ের বাজার তদার‌কি দল।

অ‌ভিযান সূত্রে জানা গে‌ছে, বোতলের গায়ের মূল্য ঘষামাজা করে তুলে বেশি দামে বিক্রির অপরাধে ফজর আলী স্টোরের মালিক জুয়েল রানাকে ১০ হাজার টাকা এবং তেল মজুতের অপরাধে একই বাজারের মন্টু স্টোরের মালিক মোস্তাফিজুর রহমান মন্টুকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দুই দোকানের তেল আগের দামে মোট ১৪৩ লিটার সয়াবিন তেল বিক্রি করা হয়।

ভোক্তা অধিকার অ‌ধিদফতরের জেলা কার্যাল‌য়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‌‘দুই দোকা‌নি‌কে জ‌রিমানার পাশাপা‌শি ওই এলাকার ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’