কিশোরী মেয়েকে বিয়ে দেওয়ায় বাবার ৬ মাসের কারাদণ্ড

দিনাজপুরের হিলিতে ১৫ বছরের এক কিশোরীকে বাল্যবিবাহ দেওয়ায় তার ইউপি সদস্য বাবাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩১ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এই কারাদণ্ড দেন।

নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে জানান, গত ১৮ জুলাই সোমবার উপজেলার একটি ইউনিয়নের সদস্য তার ১৫ বছরের কিশোরী মেয়েকে গোপনে বিয়ে দেন। সেই খবর পেয়ে আজ সকালে তার বাড়িতে অভিযান চালানো হয়। 

তিনি আরও জানান, একজন ইউপি সদস্য হয়ে বয়স না হওয়ার পরও মেয়ের বিয়ে দিয়েছেন তিনি এবং অপরাধ স্বীকার করেছেন। স্বীকারোক্তির ভিত্তিতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।